ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী; তাদের বয়স ৬ থেকে ৫০ বছরের মধ্যে।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩৭১ জন। এছাড়া ঢাকা বিভাগে ১৮৮, চট্টগ্রাম বিভাগে ১০৩, বরিশাল বিভাগে ১৩৪, ময়মনসিংহ বিভাগে ৬৬, খুলনায় ৫৫, রাজশাহীতে ৭৯, রংপুরে ৩৩ ও সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭৬ হাজার ২৬ জন। গত বছর ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত ছিলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ— যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়— ৭৬ জন। অক্টোবর মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮০ জন। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন। জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে মে মাস ছাড়া প্রতিটি মাসেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ও মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে এবং গত দুই বছরেই পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক আকার ধারণ করেছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G