রাজনৈতিক বোঝাপড়া দলগুলোকেই গড়ে তুলতে হবে: অন্তর্বর্তী সরকার

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২৫ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

 

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা পড়ার পর রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করতে আর কোনো উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার। দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য এক সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সংস্কার প্রসঙ্গে এবং নানা ইস্যুতে ঐকমত্য স্থাপনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়েছে। বৈঠকে কমিশনের প্রস্তাব করা জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশের চূড়ান্ত অবস্থা, গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত রয়ে গেছে। পাশাপাশি গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নিয়েও মতবিরোধ বজায় থাকায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G