যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ছোট বোন মারিয়া সোল মেসি। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নিজেই গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্থাপনার দেয়ালে ধাক্কা দেন মারিয়া সোল। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।
আর্জেন্টিনার সাংবাদিকদের বরাতে জানা গেছে, এই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। মেরুদণ্ডের দুটি হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড় ভাঙার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় শরীরের কিছু অংশে দগ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে।
মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মারিয়া সোলের অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। তিনি জানান, আপাতত আশঙ্কার কিছু নেই, তবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া বেশ দীর্ঘ হতে পারে।
এই দুর্ঘটনার কারণে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনও স্থগিত হয়েছে। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মারিয়া সোলের বাগদত্তা জুলিয়ান ‘তুলি’ আরেয়ানো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সব ধরনের সামাজিক ও পারিবারিক আয়োজন বন্ধ রেখে মারিয়া সোলের সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা ও সমর্থনের বার্তা দিচ্ছেন।
প্রতি /এডি /শাআ