দুর্নীতির বিষবাষ্প নির্মূলে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ১২:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে, এই লড়াই থামবে না যতক্ষণ না দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়। সমাজের সকল স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির বিষ ঢুকে গেছে, সেটাকে বের করে আনতেই এই লড়াই।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের মিরপুরে এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করলেও পরবর্তীতে লুটপাটের মাধ্যমে তার বিনিময় আদায় করে নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরের ‘ফ্যাসিবাদী শাসনামলে’ ভিন্নমতের কণ্ঠরোধ করা হয়েছে এবং আন্দোলনকারীদের ওপর কঠোর দমন–পীড়ন চালানো হয়েছে। “রাস্তায় গুলি চালিয়েও সন্তুষ্ট হয়নি, আকাশ থেকেও গুলি চালানো হয়েছে,”—যোগ করেন তিনি।

গত দেড় বছরে জামায়াত ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি দাবি করে বলেন, “আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেও জামায়াত বিবেক দিয়ে দেশকে রক্ষা করেছে।” তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, যা স্বজনহারা পরিবারকে কিছুটা স্বস্তি দেবে।

বিচার বিভাগকে দ্রুত রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। আমি নিজেও অন্যায় করলে বিচার পাব।” নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশকে ভালোবাসলে আইনের হাতে আত্মসমর্পণ করুন।”

শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নৈতিকতার ভিত্তিতে নতুন শিক্ষা কাঠামো তৈরি করা হবে, যাতে কোনো সন্তান বিপথে না যায়। কেউ পাশ করার পর চাকরির জন্য ঘুরে বেড়াতে হবে না—এমন ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে লড়াই অব্যাহত থাকবে। সব সম্পদশালীর সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। ফুটপাথের ব্যবসায়ীদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা করে তাদের সম্মানজনক স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার কথাও বলেন।

পররাষ্ট্রনীতিতে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমরা স্বাধীন দেশ, আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন দেশের মতোই।”
নারীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কর্মঘণ্টা কমিয়ে নারীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G