নতুন বছরে মিলছে একাধিক লম্বা ছুটি
প্রতিক্ষণ ডেস্ক
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন বছরের ছুটির সূচি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বেশ কিছু দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ, যা ব্যক্তিগত সময়, ভ্রমণ এবং আরামদায়ক বিশ্রামের জন্য দারুণ সহায়ক হবে।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এদের মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে, ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে বেশ কয়েকটি লম্বা ছুটি। এছাড়া ধর্মীয় উৎসবভিত্তিক ঐচ্ছিক ছুটি হিসেবে মুসলিম কর্মচারীদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন বরাদ্দ রয়েছে।
২০২৬ সালের সম্ভাব্য লম্বা ছুটির সময়সূচি
ফেব্রুয়ারি
- ৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাত (চাঁদ দেখা সাপেক্ষে)।
- ৫ ফেব্রুয়ারি ছুটি নিলে টানা ৪ দিনের অবকাশ (৬–৭ ফেব্রুয়ারি শুক্র-শনিবার)।
মার্চ
- ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদর।
- ১৮ মার্চ ছুটি নিলে পাওয়া যাবে ৭ দিনের টানা ছুটি।
- ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর।
- ২৬ মার্চ (বৃহস্পতিবার) সরকারি ছুটি।
- ২৫ বা ২৯ মার্চ ছুটি ম্যানেজ করলে ৪ দিনের ছুটি; অন্যথায় ৩ দিন।
এপ্রিল
- ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার।
- ১৪ এপ্রিল পহেলা বৈশাখ।
- ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে ৫ দিনের ছুটি।
মে
- ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার।
- ২৬, 27, 29, 30 ও 31 মে ঈদুল আজহার ছুটি (২৮ মে প্রধান ঈদের দিন)।
- ২৪ ও ২৫ মে ছুটি নিলে টানা ১০ দিনের বড় অবকাশ।
আগস্ট
- ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস।
- ৭–৮ আগস্ট শুক্র ও শনিবার।
- ৬ আগস্ট ছুটি নিলে ৪ দিনের ছুটি।
- ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (চাঁদ দেখা সাপেক্ষে)।
- ২৮–২৯ আগস্ট শুক্র ও শনিবার।
- ২৭ আগস্ট ছুটি নিলে আরও ৪ দিনের টানা ছুটি।
অক্টোবর
- ২০ অক্টোবর দুর্গাপূজার নবমী।
- ২১ অক্টোবর বিজয়া দশমী।
- ২৩–২৪ অক্টোবর শুক্র ও শনিবার।
- ২২ অক্টোবর ছুটি নিলে মিলবে ৫ দিনের ছুটি।
ডিসেম্বর
- ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
- ১৮–১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার।
- ১৭ ডিসেম্বর ছুটি নিলে পাওয়া যাবে ৪ দিনের অবকাশ।












