নববধুর লাশ ফেলে প্রবাসী স্বামী পলাতক !
ফরিদপুর শহরের গোয়ালচামটে শ্বশুরবাড়ি থেকে সাজিদা আফরিন রোদেলা (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে রোদেলার সুইডেন প্রবাসী স্বামী আসাদুর রহমান সোহান পলাতক রয়েছেন। হত্যাকান্ডের শিকার রোদেলা শহরের আলীপুর খাবাড়ি মহল্লার শওকত হোসেন খানের মেয়ে।
রোদেলার ফুপা ওসমান গনি জানান, রোদেলা ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। গত ১৩ জানুয়ারি গোয়ালচামটের নতুন বাজার গ্রামের মমিনুর রহমান সেন্টুর ছেলে আসাদুর রহমান সোহানের সঙ্গে রোদেলার বিয়ে হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে রোদেলাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রোদেলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
তিনি আরো জানান, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতের ননদ ও দেবরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তবে স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যরা এখন পলাতক রয়েছে।
প্রতিক্ষণ/এডি/রাহা












