নভেম্বরে গণভোটের দাবি জামায়াতসহ ৮ দলের
প্রতিক্ষণ ডেস্ক
বাংলাদেশ জামায়তে ইসলামীসহ ৮ রাজনৈতিক দল নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন না করার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দলগুলো স্মারকলিপি জমা দেয়। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। স্মারকলিপিতে দলগুলো উল্লেখ করে যে, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করতে হবে এবং নির্বাচনের ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা দাবি করেছেন, ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা উচিত। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন প্রয়োজন এবং জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে দেওয়া যাবে না। তিনি বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) হুবহু বহাল রাখতে হবে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিন নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে প্রধান নির্বাচন কমিশনারকে কোনো আল্টিমেটাম দেওয়া হয়নি। স্মারকলিপি জমা দেওয়া দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।












