নিউইয়র্কে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতা আখতারের মামলা
প্রতিক্ষণ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। জন এফ কেনেডি বিমানবন্দরে তাঁর ওপর হামলার অভিযোগে বুধবার রাতে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করা হয়।
আখতার হোসেন বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, বিমানবন্দরে হামলার পর সেদিন রাতেই হোটেল লবিতেও তাঁর ওপর হামলার চেষ্টা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা প্রতিহত করলে পুলিশ এসে মামলা করার পরামর্শ দেয়।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় স্থানীয় যুবলীগ কর্মী মিজানুর রহমান তাঁর দিকে ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানকে শনাক্ত করে নিউইয়র্ক পুলিশ আটক করে। তবে পরদিন জামিনে মুক্ত হয়ে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে হামলার কথা স্বীকার করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে আখতার হোসেন নিউইয়র্কে যান।
এ ঘটনায় নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, দেশের ভেতরে বা বাইরে কোথাও রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বরদাশত করা হবে না।














