নিউইয়র্কে ভারী বৃষ্টিতে দুজনের মৃত্যু, ফ্লাইট চলাচলে বিঘ্ন

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০২৫ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টানা ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে, পাশাপাশি ফ্লাইট চলাচলেও দেখা দিয়েছে বিঘ্ন। কয়েকটি এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে জানান, “এই ঝড় ৩০ অক্টোবরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ ১০ মিনিটের মধ্যেই ঝরে পড়েছে বিকেলের দিকে।”

আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পার্কে ১.৮৫ ইঞ্চি, লা গার্ডিয়া বিমানবন্দরে ২ ইঞ্চি এবং নিউ জার্সির নিয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লাবিত রাস্তাঘাট, পানিবন্দি গাড়ি ও মানুষজনের দুর্ভোগের ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G