নিরবে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ুন

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা গ্রুপ থেকে বের হওয়ার সময় অন্যান্য সদস্যকে নোটিফাই না করেও গ্রুপটি ছাড়তে পারবে। এই পরিবর্তনটি ব্যবহারকারীর গোপনীয়তা এবং ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। 

বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ ত্যাগ করলে সেটা গ্রুপের সকল সদস্যদের কাছে একটি নোটিফিকেশন হিসেবে প্রদর্শিত হয়, যা অনেক ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর হতে পারে। নতুন ফিচারের সুবিধা হলো — শুধুমাত্র গ্রুপের অ্যাডমিনই জানতে পারবে যখন কেউ গ্রুপ ছাড়ে, আর বাকিরা জানবে না। 

🛠️ নতুন ফিচার কীভাবে কাজ করবে?

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিচের ধাপগুলো অনুসরণ করে গ্রুপ ত্যাগ করতে পারবে: 
1. অ্যাপ খুলে গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।
2. উপরের অংশে গ্রুপের নাম স্পর্শ করুন।
3. নিচে স্ক্রল করলে ‘Exit Group’ অপশন দেখাবে।
4. সেইখানে থাকছে দুটি বিকল্প:
• Exit Group — গ্রুপ ছাড়ার পর চ্যাট ইতিহাস ফোনে থাকবে।
• Exit and Delete for Me — গ্রুপ ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত বার্তা ও মিডিয়া ফোন থেকেও মুছে যাবে।
5. একবার গ্রুপ ত্যাগ করলে ৬০ দিন পর্যন্ত ব্যবহারকারীর নাম “পাস্ট মেম্বারস” তালিকায় দেখা যেতে পারে। পুনরায় গ্রুপে যোগ দিতে হলে অবশ্যই গ্রুপ অ্যাডমিনের আমন্ত্রণ নিতে হবে। 

🎯 গোপনীয়তায় নতুন দিক

এই আপডেটটি মূলত ডিজিটাল গোপনীয়তা রক্ষার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ থেকে বের হওয়ার বিষয়টি এখন অন্যদের নজর না খবরেই করা যাবে, ফলে ব্যবহারকারীরা কম অস্বস্তিতে থাকবে এবং নিজেদের ইচ্ছামতো গ্রুপ ম্যানেজ করতে পারবে।

প্রতি/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G