নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানিয়েছি—গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে, দুটি আলাদা ব্যালটে অনুষ্ঠিত হবে। এর বাইরে অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের কোনো প্রশ্নই আসে না। বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার।’

মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘গণভোট আগে কেন হবে? এটা যারা বলছেন, সেটা তাদের বিষয়—বিএনপির নয়। আমাদের অবস্থান স্পষ্ট—গণভোট আগে নয়। এ নিয়ে আর আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুই ব্যালটে নির্বাচন ও গণভোট হবে, বিএনপির এই অবস্থান অপরিবর্তিত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে কী সুপারিশ করছে, সেটা জানা নেই। যারা সুপারিশ করছে, তারা তো নির্বাচন করবে না—নির্বাচনে অংশ নেবে দেশের রাজনৈতিক দলগুলো। সুপারিশ অনেকে করতে পারে, কিন্তু ঐকমত্যের বাইরের কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

ব্রিফিংয়ের আগে বিএনপি নেতারা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আমীর খসরু এই মন্তব্য করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G