নির্বাচন নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই: আমীর খসরু

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২৫ সময়ঃ ১১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐক্যমত কমিশনে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। তাই নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার কোনও সুযোগ নেই।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “১৭ বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যের ফলেই শেখ হাসিনার পতন হয়েছে। আগামীর নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “দলের ভেতরে রাজনৈতিক প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ধানের শীষের প্রশ্নে কোনো ছাড় নেই। সামনে আমাদের বড় পরীক্ষা—এ পরীক্ষায় সবাইকে সফল হতে হবে।”

গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশের মালিক জনগণ—এ কথা যারা ভুলে গেছে, তাদের বুঝিয়ে দিতে হবে। এই শক্তির ওপর ভর করেই ষড়যন্ত্রকারীদের পরাজিত করা হবে।

ঐকমত্য কমিশনের ভূমিকার বিষয়ে তিনি বলেন, “তাদের কাজই হচ্ছে ঐক্যবদ্ধ করা। ঐক্যের বাইরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ শান্তি, সহনশীলতা এবং ভিন্নমতের প্রতি সম্মান—এই রাজনৈতিক সংস্কৃতি চায়। বিএনপি সেই সংস্কৃতি ধারণ করে।”

চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন—বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G