নেদারল্যান্ডসের সহজ জয়

প্রথম প্রকাশঃ নভেম্বর ২, ২০২২ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়ে অবশ্যই নেদারল্যান্ডেসের চেয়ে ফেভারিট। টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুৃয়ে বড় স্কোর গড়বে এটা স্বাভাবিকই ছিল। কিন্তু নেদারল্যান্ডেসর বোলাররা সেটা হয়তে দেয়নি। ১১৭ রানে অলআউট, জিম্বাবুয়ে দলে সেন উলিয়ামস আর রাজা ছাড়া আর যে কেউ বলার মতো না সেটা আবারো প্রমাণ হলো। আজ এ দুই জন ছাড়া কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি।  নেদারল্যান্ডেস এর বিপক্ষে ম্যাচের শেষ দিকে প্রতিরোধ গড়লেও, ৫ উইকেটের হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। ১২ বল না খেলেই নেদারল্যান্ডেস জয় তুলে নিল।

১৭ ওভার শেষে নেদারল্যান্ডেস এর স্কোর ছিল ১১৬/৫, এক ওভারে ২ রান যোগ করার বদলে নেদারল্যান্ডেস ২ উইকেট হারিয়েছে। ১৮তম ওভারে টানা ৪ বল ডট, ২ রান তোলা যেন কঠিন কাজ? অবশেষে সেন উলিয়ামসের বলে চার মেরে নেদারল্যান্ডেস ৫ উইকেটে জয় তুলে নেয়।

মুলত নেদারল্যান্ডেস দ্বিতীয় উইকেট জুটিতে ম্যক্স আর টম ৭৩ রানের পার্টনারশীপ নেদারল্যান্ডেস এর জয়ের ভিত্তি গড়ে দেয়। ম্যাক্স ৪৭ বলে করেন ৫২ আর টপ ২৯ বলে ৩২। ১২০/৫, ১৮ ওভারে।

নিজেদের ৪ ম্যাচে প্রথম জয় তুলে ১ পয়েন্ট নিয়ে বি গ্রুপে ৬ষ্ঠ দল।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G