নোরাকে ঢাকায় আনতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘না’

প্রথম প্রকাশঃ অক্টোবর ১৭, ২০২২ সময়ঃ ১০:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৮ অপরাহ্ণ

বিশ্ব জুড়েই অর্থনৈতিক মন্দা প্রকট আকার ধারণ করেছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঘোষণা দিয়েছেন ‘সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে রক্ষা করতে একসঙ্গে কাজ করুন। এমই কঠিন সময়ে দেশে মুম্বাই হিট তারকা দেশের টাকা ব্যয় করে আনাটা সরকারের কাছে ইতিবাচক মনে হয়নি।

পুরো দেশ জুড়েই ডলার-সঙ্কট চরমে, সঙ্কট এখনও কেটে যায়নি। এমন সময় বলিউডের হিট তারকা নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে বাংলাদেশে বিশাল ব্যয়ে আনার অনুমতি দেয়নি সরকার। নোরার ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’ এ অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল। ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে তার নাচার কথা ছিল।

আয়োজক বাংলাদেশের উইমেন লিডারশিপ কর্পোরেশন সে অনুষ্ঠানে নোরা ফাতেহিকে আনতে সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সোমবার তা নাকচ করে দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান। আজ সোমবার গ্লিটজকে তিনি বলেন, “আজ মন্ত্রণালয় থেকে এক আদেশে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।”

মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে… বাংলাদেশ ব্যাংকের স্মারকের পরিপ্রেক্ষিতে উইমেন লিডারশিপ কর্পোরেশন, ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভারস (নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড) অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G