পকেটমারির ঝুঁকিতে বিশ্বের শীর্ষ ১০ শহর

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০২৬ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ অপরাহ্ণ

বিশ্বজুড়ে জনপ্রিয় পর্যটন নগরীগুলোতে বেড়াতে গিয়ে সবচেয়ে বড় উদ্বেগের নাম—পকেটমারি ও প্রতারণা। পর্যটকদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভ্রমণ বিমা প্রতিষ্ঠান ‘কম্পেয়ার দ্য মার্কেট’ এমনই ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। ৭৫টির বেশি পর্যটন শহরের রিভিউ বিশ্লেষণে উঠে এসেছে—বিশ্বের সবচেয়ে বেশি পকেটমারি হয় এমন ১০টি শহরের নাম। তবে এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা নেই।

শীর্ষে ব্যাংকক:

তালিকার এক নম্বরে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। রাজপ্রাসাদ, বৌদ্ধমন্দির ও স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় এই শহরেই পর্যটকেরা সবচেয়ে বেশি পকেটমারি ও প্রতারণার শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে গ্র্যান্ড প্যালেস, ওয়াট ফো ও চাতুচক উইকেন্ড মার্কেট এলাকায় ভিড়ের সুযোগ নিয়ে মানিব্যাগ চুরি, ব্যাগ কেটে নেওয়া, মোবাইল ফোন ছিনতাই ও ভুয়া টিকিট বিক্রির অভিযোগ বেশি পাওয়া গেছে।

প্যারিস ও প্রাগও ঝুঁকিপূর্ণ:

দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস। ভালোবাসা ও শিল্পের শহর হলেও এখানে পকেটমারির ঘটনা প্রতারণার তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

তৃতীয় স্থানে থাকা প্রাগ শহরে বিশেষ করে মোবাইল ফোন চুরির ঘটনা বেশি। পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে হঠাৎ ফোন টেনে নেওয়ার ঘটনা সেখানে নিয়মিত বলেই উল্লেখ করা হয়েছে।

সাংহাইয়ে প্রতারণা বেশি:

চীনের সাংহাই রয়েছে চতুর্থ অবস্থানে। এখানে পকেটমারি তুলনামূলক কম হলেও প্রতারণার ঝুঁকি বেশি। ভুয়া ট্যুর গাইড, নকল পণ্য ও অতিরিক্ত বিলের ফাঁদে পড়ার অভিজ্ঞতা জানিয়েছেন বহু পর্যটক।

কোন অঞ্চল বেশি ঝুঁকিতে;

তালিকার সার্বিক বিশ্লেষণে দেখা যায়, ইউরোপ ও এশিয়ার শহরগুলোতেই ঝুঁকি সবচেয়ে বেশি। এশিয়ার ২৪টি ও ইউরোপের ২৭টি শহর এই র‍্যাংকিংয়ে রয়েছে। বিপরীতে আমেরিকার শহরগুলো সংখ্যায় কম এবং তালিকার নিচের দিকে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নও ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় আছে।

কীভাবে তালিকা তৈরি:

পর্যটকদের রিভিউতে পকেটমারি, চুরি ও প্রতারণার উল্লেখ কতবার এসেছে—তার ওপর ভিত্তি করে প্রতিটি শহরের ঝুঁকি স্কোর নির্ধারণ করা হয়েছে। স্কোর যত বেশি, শহরটি তত বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

প্রতি /এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G