পরিবেশবান্ধব গহনা

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ

ফারজানা ওয়াহিদ

kagojerসাজ পোশাকের বড় অংশ দখল করে রাখে গহনা। সেক্ষেত্রে নারীর সাজে গহনার উপস্থিতি থাকবে না,  এটা তো ভাবাই যায় না।

পরিবর্তন এসেছে প্রতিটা ক্ষেত্রেই। সেদিক থেকে গহনা ব্যবহারের কথাই বা বাদ যাবে কেন। দেশীয় অনেক ফ্যাশন হাউজে তৈরি করা হয় পরিবেশের সাথে মিল রেখে গহনা।

সেক্ষেত্রে মাটির গহনা বেশ বড় জায়গা দখল করে আছে। কেননা পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই তৈরি করা হয় এসব গহনা।narkeler mala

 

নতুনত্ব আর নান্দনিকতার সঙ্গে যখন যুক্ত হয় পরিবেশ রক্ষার বিষয়টি, তখন প্রকৃতির অব্যবহিত উপাদান ব্যবহার করে তৈরি করা হয় পরিবেশবান্ধব গহনা।

শুধু মাটির গpalokহনাই নয় আরও রয়েছে পাখির পালক,  কাঠ,  নারকেলের ছোবড়া,  পুরনো কাপড়, কাগজ,  শিমের বিচি ইত্যাদি উপাদান ব্যবহার করে দেশী ফ্যাশন হাউজগুলো তৈরি করে পরিবেশ উপযোগী গহনা।

বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই গহনা গুলো বেশ মানানসই। বিশেষ করে নববর্ষ, মেলা, গায়ে হলুদ ইত্যাদির মত অনুষ্ঠানে।

প্রায় সব ফ্যাশন হাউজ গুলোতেই এই ধরণের গহনা পাওয়া যায়।   অরণ্য, যাত্রা, বিবিয়ানা, কে ক্র্যাফট, দেশালসহ বেশকিছু দেশী ফ্যাশন হাউজে পাওয়া যাবে এ ধরনের গহনা।  আর দামেও খুব সস্তা।

 

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G