পাকিস্তানসহ তিন দেশে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২৫ সময়ঃ ৬:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ফিনল্যান্ড পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের দূতাবাস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কার্যক্রমগত ও কৌশলগত’ কারণ বিবেচনায় ২০২৬ সালের মধ্যেই এই তিন দেশে থাকা দূতাবাস তুলে নেওয়া হবে।—খবর আরব নিউজ।

শনিবার (২৯ নভেম্বর) ফিনল্যান্ড সরকার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতির ডিক্রি জারির মাধ্যমে সিদ্ধান্তগুলো কার্যকর হবে। মন্ত্রণালয়ের ভাষ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বৈদেশিক মিশনের নেটওয়ার্ক পুনর্বিন্যাস করা হচ্ছে। এর অংশ হিসেবে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনের মিশন ২০২৬ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

ফিনল্যান্ডের ব্যাখ্যায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক–অর্থনৈতিক সম্পর্ক—দূতাবাস বন্ধের অন্যতম কারণ। কূটনৈতিক সম্পদগুলোকে দেশটির জন্য কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দ্রীভূত করাই তাদের মূল লক্ষ্য।

এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান বা মিয়ানমারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G