পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনায় মেডলগের সাথে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (PICTC)-এর পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সুইজারল্যান্ডভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলগের মধ্যে আজ ২২ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান ও মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত স্বাক্ষর করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাছাকাছি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই টার্মিনাল বাংলাদেশের লজিস্টিক ও বাণিজ্য অবকাঠামোর উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি মূলত আমাদের তরুণ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

চুক্তি অনুযায়ী মেডলগ বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠান মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম, সরবরাহ ও অটোমেশন তত্ত্বাবধান করবে। এছাড়া আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং দক্ষতা ব্যবহার করে টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ১ লাখ ৬০ হাজার TEU পর্যন্ত উন্নীত করা হবে।

মাল্টিমোডাল সংযোগ জোরদার করতে মেডলগ অভ্যন্তরীণ বার্জের মাধ্যমে নৌপথে পণ্য পরিবহন করবে। এছাড়া ট্রাক, কাভার্ড ভ্যান ও রিফার যানবাহন ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সরবরাহ চ্যানেল খোলা হবে, যা আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য বড় সহায়ক হবে।

টার্মিনালের আধুনিক সুবিধার মধ্যে রয়েছে দুটি মোবাইল হারবার ক্রেন, রিফার কানেকশন, ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, খালি কন্টেইনার স্টোরেজ, মেরামত ইয়ার্ড এবং ১০ হাজার বর্গমিটার পর্যন্ত কন্টেইনার ফ্রেইট স্টেশন। এছাড়া টার্মিনাল সংলগ্ন জমি তুলা গুদামজাতকরণ ও ড্রাই স্টোরেজের জন্য ব্যবহারযোগ্য হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G