প্রবাসীদের জন্য দু:সংবাদ; কঠোর হচ্ছে ওমান
ওমানে চাকরিপ্রত্যাশী প্রবাসী কর্মীদের জন্য নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিদেশি কর্মীদের প্রবেশের আগে শিক্ষা ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
গালফ নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন পেশাগত স্বীকৃতি ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস ও অ্যাকাউন্টিংসহ কয়েকটি নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে ইচ্ছুক প্রবাসীদের ওমানে যাওয়ার আগেই যোগ্যতা মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে। যাচাই সম্পন্ন না হলে কাজের লাইসেন্স বা প্রবেশের অনুমতি মিলবে না।
ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া সনদ ব্যবহার ঠেকানো, শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে পেশাগত সনদ ও লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মী ও নিয়োগকর্তা উভয়কেই অনুমোদিত সংস্থার মাধ্যমে লাইসেন্স সংগ্রহ এবং এর সত্যতা যাচাই নিশ্চিত করতে হবে। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, লাইসেন্স বাতিল, বহিষ্কার এমনকি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।
প্রতি /এডি /শাআ











