ফাইনালে বার্সেলোনা

প্রথম প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

d9fa92937c25b6a9f560eea42d26f1fe-18প্রতিশোধের স্বপ্ন পূরণ হলো না ভিয়ারিয়ালের! মৌসুমের শুরু থেকে চমক দেখাচ্ছিল দলটি। এদিকে অবশ্য সুপার ফর্মে রয়েছে বার্সেলোনার আক্রমণত্রয়ী মেসি, নেইমার এবং সুয়ারেজ।

এক একদিন জ্বল উঠছেন এক একজন। কখোনও জ্বলে উঠছে সমান ভাবে তিন জনই।

তবে এদের গতির সামনে অনেকেই হারমানতে বাধ্য হচ্ছে নাকি তারা বাধ্য করছে তা তাদের খেলা দেখলে অনায়াসেই বোঝা যায়।

তবে বুধবার রাতেও জ্বলে উঠলেন তিনজনের দু’জন। আর তাই এবারও সেই সেরাদের জ্বলে ওঠার আলোতে অনায়াসে জয় নিয়ে ঘরে ফিরছে বার্সেলোনা।

এর মধ্যে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। একটি গোল করেছেন সুয়ারেজ। এই তিন গোলেই কোপা ডেল রের ফাইনালে পৌঁছে গেল প্রতিযোগিতার সর্বোচ্চ ২৬ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এর আগে সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ৩-১ ব্যাবধানে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বার্সেলোনা। এবার এস্টাডিও এল মাদ্রিগালেও স্বাগতিকদের একই ব্যবধানে হারালো কাতালানরা। দুই লেগ মিলে ৬-২ ব্যবধানে ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো লুই এনরিকের দল। ভিয়ারিয়ালের একমাত্র গোলটি করেন জোনাথন দস সান্তোস।

ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমে মাত্র তিন মিনিটের মাথায় নেইমারের গোলে শুধু এগিয়েই যায়নি রীতিমত ফাইনালের দরজা খুলে প্রবেশ করেছে কাতালানরা।

তৃতীয় মিনিটের ওই গোলে দারুণ অবদান ছিল সুয়ারেজ ও লিওনেল মেসির। মাঝ মাঠের আগে থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিকে থাকা মেসিকে লম্বা পাস দেন সুয়ারেজ। আর আর্জেন্টিনা অধিনায়কের রক্ষণের ওপর দিয়ে বাড়ানো বলে আলতোভাবে পা লাগিয়েই গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান নেইমার।

৩৯তম মিনিটেই দারুণ গোছানো এক আক্রমণ থেকে সমতায় ফেরে স্বাগতিক ভিয়ারিয়াল। বাঁ-দিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার জাউমা কস্তার ক্রসে প্রথম শটেই বল জালে জড়ান মেক্সিকান মিডফিল্ডার জোনাথন দস সান্তোস।

সমতায় ফেরার পর ম্যাচে লড়াইয়ের আভাস দেয় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে তারা সুযোগও ভালোই তৈরি করছিল, কিন্তু ৬৫তম মিনিটে নেইমারকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে তমাস পিনা বহিষ্কৃত হওয়ায় তাদের সব আশাই বলতে গেলে শেষ হয়ে যায়।

সুয়ারেজ মাঝ মাঠের কাছাকাছি থেকে হ্যাভিয়ের মাসচেরানোর লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে ডি বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।

কোপা ডেল রের ফাইনাল আগামী ৩০ মে। সেখানে বার্সার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও-এসপানিওলের যেকোনো একটি।

প্রতিক্ষণ/এডি/আকাশ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G