ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০২২ সময়ঃ ১১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে ১৩টি দেশ ফাইনালে উঠেছে। যার মধ্যে ৭টি দেশ চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামের মাঠে আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে লোভনীয় ট্রফির জন্য ২০১৮ সালের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ ব্যতীত ফিফা বিশ্বকাপ এখন তার ২২তম সংস্করণ শেষ করতে চলেছে। ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হচ্ছে। এর আছে ৯২ বছরের ইতিহাসে, তাতে ৭৯টি দেশ শীর্ষ পুরস্কারের জন্য লড়াই করেছে। এর মধ্যে ১৩টি দেশ ফাইনালে উঠেছে, যার মধ্যে ১০টি দেশ চ্যাম্পিয়ন হয়েছে।

শুধুমাত্র ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকার দলই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আটবার ফাইনাল খেলে জার্মানি ৪ বার শিরোপা জিতেছে। যা সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বকাপ ফাইনালে খেলার ইতিহাস। তারপরে ব্রাজিল ৭ বার ফাইনাল খেলে ৫ বার আর ইতালি ছয় বার ফাইনালে উঠে ৪ বার শিরোপা জিতেছে।

আর্জেন্টিনা পাঁচটি ফাইনালে খেলে জিতেছে ২টি। একই ভাবে ফ্রান্স ৩টি ফাইনালে খেলে ২টি শিরোপা জিতেছে। ২ দলই তৃতীয় ফিফা বিশ্বকাপের শিরোপা জয় করতে চায়।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G