ফেনীতে বাস উল্টে আহত ১৫
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ফেনীর দাগনভূঞা উপ
জেলার জয়লষ্কর নুরুল্লাপুর রাস্তার মাথা এলাকায় বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভোলা যাচ্ছিল। পথে জয়লষ্কর নুরুল্লাহপুর রাস্তার মাথা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৫০ যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।
ফেনী সদর হাসপাতের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের ফেনী আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ /এডি/মিজান














