বছরের শুরুতেই সাশ্রয়ী দামের ল্যাপটপ আনছে অ্যাপল

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম দিকেই বাজারে আনতে যাচ্ছে নতুন ও তুলনামূলক কমদামের একটি ম্যাক ল্যাপটপ। মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ল্যাপটপ ইতোমধ্যেই অ্যাপলের বিদেশি সরবরাহকারীদের কারখানায় পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ল্যাপটপের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের ক্রোমবুক ও সাশ্রয়ী দামের উইন্ডোজ পিসি থেকে সরিয়ে এনে অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেমে যুক্ত করা। শিক্ষার্থী, সাধারণ ব্যবহারকারী এবং অফিস বা বাণিজ্যিক কাজে ডকুমেন্ট সম্পাদনা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজের জন্য যাঁরা ল্যাপটপ ব্যবহার করেন—তাঁদের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে এই ডিভাইসটি।

অ্যাপল চায়, যেসব ব্যবহারকারী আইপ্যাড কিনতে আগ্রহী কিন্তু প্রচলিত ল্যাপটপের অভিজ্ঞতা পেতে চান, তারাও যেন এই নতুন মডেলটির দিকে আকৃষ্ট হন।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, নতুন ডিজাইনের এই ল্যাপটপে থাকবে কম খরচের এলসিডি ডিসপ্লে এবং আইফোনের এ-সিরিজের প্রসেসর, যা কর্মক্ষমতার দিক থেকে অ্যাপলের জনপ্রিয় এম১ চিপের চেয়েও উন্নত। ডিভাইসটির ডিসপ্লে হতে পারে প্রায় ১৩.৬ ইঞ্চি, যা বর্তমান ম্যাকবুক এয়ারের তুলনায় কিছুটা ছোট।

মূল্য নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি অ্যাপল। তবে ব্লুমবার্গ-এর তথ্যমতে, নতুন ল্যাপটপটির দাম ১ হাজার ডলারের নিচে হতে পারে। বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে অ্যাপলকে ৭০০ ডলার বা তারও কম দামে এটি আনতে হতে পারে, কারণ বর্তমানে উন্নতমানের ক্রোমবুকের দাম প্রায় ৬০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ।

নতুন এই ডিভাইস বাজারে এলে সাশ্রয়ী ল্যাপটপের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G