বাঁহাতিদের মজার বৈশিষ্ট্য

প্রকাশঃ জুলাই ১২, ২০১৬ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

বাঁহাতিদের একটা সময় আমাদের দেশে অপয়া মনে করা হত। সময়ের সাথে সাথে এ ধারণার পরিবর্তন আসলেও এখনো দেশের অনেক জায়গায় এমনটাই মনে করা হয়। কিন্তু বিজ্ঞান বলে, বাঁহাতিরা সম্পুর্ণ স্বাভাবিক মানুষ। বরং কিছু ক্ষেত্রে তাদের সফল হওয়ার সম্ভাবনা ডানহাতিদের চেয়ে বেশি থাকে।

আসুন দেখে নিই বাঁহাতিদের মজার কিছু বৈশিষ্ট্য।

lefthand1a-768x576

১। পৃথিবীর জনসংখ্যার মাত্র -০% বাঁহাতি।

২। ডানহাতিদের তুলনায় গড়ে ৪ থেকে ৫ মাস পর তারা বয়ঃসন্ধিতে পৌঁছায়।

2b-735x735

৩। বাঁহাতিরা নিজেদের ডান মস্তিষ্কের ব্যবহার বেশি করে।

৪।  ইংরেজি “লেফট” শব্দটা অ্যাংলো-স্যাক্সন “লিফট” থেকে এসেছে যার অর্থ দুর্বল বা ভাঙ্গা।

4a1-768x512

৫। বাঁহাতিরা বেসবল, সাঁতার, টেনিস এবং বক্সিং খুব ভালো খেলে। পৃথিবীর শ্রেষ্ঠ টেনিস প্লেয়ারদের ৪০% ই বাঁহাতি।

৬। কলেজ গ্র্যাজুয়েট বাঁহাতিরা কলেজ গ্র্যাজুয়েট ডানহাতিদের তুলনায় ২৬% বেশি ধনী হয়।

5a1

৭। আমেরিকার সর্বশেষ ৭ জন প্রেসিডেন্টের ৪ জনই বাঁহাতি। বারাক ওবামাও বাঁহাতি।

৮। এমনকি কয়েক বছর আগেও বাম হাতে কাজ করাকে খারাপ স্বভাব, শয়তানের কাজ, সমাজ বিদ্রোহ, অশুভ প্রভৃতি হিসেবে দেখা হত। এখনো বিশ্বের অনেক অঞ্চলে এমনটা ভাবা হয়। কিন্তু প্রকৃতপক্ষে বাঁহাতি হওয়া সৃজনশীলতা ও সঙ্গীত প্রতিভার দিকে ইঙ্গিত করে।

2a1-768x489

৯। বাঁহাতিরা ডানহাতিদের তুলনায় ৩ গুণ বেশি অ্যালকোহলিক।

১০। কোন নারীর নিজের ২০ থেকে ৩০ বছরের মধ্যে যত বাঁহাতি শিশু জন্ম দেয়, তারচেয়ে ১২৮ গুণ বেশি বাঁহাতি শিশু জন্ম দেয় চল্লিশোর্ধ বয়সে।

10a2-768x480

১১। মানুষের মধ্যে মাত্র ১০% বাঁহাতি হলেও বিড়াল এবং ইঁদুরদের মধ্যে ৫০% বাঁহাতি!

১২। বাঁহাতিদের গণিত এবং স্থাপত্যে ভালো করতে দেখা যায়।

12a1-768x765

১৩। অ্যাপোলোর নভোচারীদের প্রতি ৪ জনের ১ জন বাঁহাতি ছিলেন।

১৪। বাঁহাতিরা ডানহাতিদের তুলনায় এলার্জি, হাঁপানি এবং ইনসমনিয়ায় বেসি ভুগে থাকে।

203-768x512

১৫। ওসামা বিন লাদেন, জ্যাক দ্যা রিপার এবং বোস্টন স্ট্র্যাংলার বাঁহাতি ছিলেন।

১৬। আগস্টের ১৩ তারিখ আন্তর্জাতিক বাঁহাতি দিবস।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G