বাংলাদেশি মিউজিক ভিডিওতে নচিকেতা

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

nachiketaএই প্রথমবারের মত বাংলাদেশি কোন মিউজিক ভিডিওতে অংশ নিলেন দুই বাংলার জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা। তার সাথে রয়েছেন এদেশের জনপ্রিয় তরুণ সংগীত শিল্পী আমিরুল মোমেনীন মানিক।

‘আয় ভোর আয়’ শিরোনামের এই গানে কন্ঠ দিয়েছেন দুজনেই। গানটির কথা ও সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক।

সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় সম্প্রতি এই গানের দৃশ্যধারণ করা হয়েছে সাভারের গলফ ক্লাবে। ‘আয় ভোর, আয় ভোর/তোর জন্য এই স্বপ্ন দেখা/দিন যায়, রাত যায় তোরই অপেক্ষায়/তোকে পেলেই পাবো মুক্তির রেখা’- গানটির সংগীতায়োজন করেছেন তানভীর তারেক।

মিউজিক ভিডিওটি সম্পর্কে আমিরুল মোমেনীন মানিক প্রতিক্ষণকে বলেন, আমার ‘আয় ভোর’ গানটি দাদাকে দারুণভাবে প্রভাবিত করেছে বলেই তিনি স্বতঃস্ফূর্তভাবে ভিডিওতে অংশ নিয়েছেন। বাংলাদেশের কোন গানের মিউজিক ভিডিওতে এটাই তার প্রথম অংশ নেয়া। এখন এর সম্পাদনা চলছে।

তিনি বলেন, শিগগিরই গানটির ভিডিও সব টিভি চ্যানেলে প্রচারের উদ্যোগ নেবো। খুব যতœ নিয়েই গানটির পেছনে সময় দেয়া হয়েছে। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

গত বছরের সেপ্টেম্বরে বিভিন্ন এফএম ও অনলাইন রেডিওতে মুক্তি পায় ‘আয় ভোর আয়’ গানের অডিও ভার্সন। প্রচারের পর তুমুল জনপ্রিয়তা অর্জন করে নচিকেতা ও মানিকের এই গানটি।

প্রতিক্ষণ/এমআর/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G