বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জুলাই সনদে সই করবে এনসিপি: আখতার হোসেন
প্রতিক্ষণ ডেস্ক
জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। শনিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, শুধু স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। বাস্তবায়নের সুনিশ্চিত প্রক্রিয়া থাকলে এনসিপি এতে সই করতে আগ্রহী। তিনি জানান, কমিশন জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে—এটিকে এনসিপি অগ্রগতি হিসেবে দেখছে। তবে আদেশের বিষয়বস্তু প্রকাশ না করায় তারা পুরোপুরি আশাবাদী হতে পারছেন না।
তিনি বলেন, “কমিশন আন্তরিকতার জায়গা থেকে সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই।”
আরপিও সংশোধনী প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সংশোধনীগুলোকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। বিএনপির অবস্থান পরিবর্তন করে আইন মন্ত্রণালয়ে আবেদন জানানো প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আইন উপদেষ্টা এ প্রক্রিয়ার অংশ নন। সরকার যদি কোনো দলের চাপে পড়ে সংশোধনী থেকে সরে আসে, তাহলে আবারও প্রমাণ হবে—লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের দিকেই তারা অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও যেন কোনো দলের চাপে পড়ে কাগুজে দলিলে পরিণত না করা হয়, সে বিষয়ে আমরা কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।”
আখতার হোসেন মনে করেন, সংস্কারের আলোচনা শেষ করে বিচারের রোডম্যাপ প্রকাশের পর সরকার নির্বাচনের দিকে যেতে পারে। এখনো সময় আছে, চাইলে এ সময়ের মধ্যেই গণভোটের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।














