‘বিতর্কিতদের’ নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আহ্বান বিএনপির

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ’ব্যক্তিদের দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির দাবি, প্রশাসন ও পুলিশে রদবদল করে নিরপেক্ষ কর্মকর্তাদের নির্বাচনী কাজে যুক্ত করতে হবে, যাতে ভোটের পরিবেশ বিশ্বাসযোগ্য হয়।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল এসব প্রস্তাব দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বিশেষভাবে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার পদে কোনো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আব্দুল মঈন খান বলেন, “নির্বাচন একটি বৃহৎ আয়োজন। শুধু কমিশনারদের পক্ষে এটি পরিচালনা সম্ভব নয়। এজন্য প্রশাসন, পুলিশ ও অন্যান্য বিভাগ থেকে প্রায় ১০ লাখ জনবল প্রয়োজন, যারা ভোটের দিন কমিশনের অধীনে কাজ করেন।”

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে প্রশাসনিক কাঠামো রাজনীতিকরণ হয়েছে এবং এর প্রভাব পড়েছে নির্বাচন পরিচালনায়। “গত তিনটি নির্বাচন ছিল প্রহসন। সেই প্রহসনের মূল কারণ সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাত,” বলেন মঈন খান।

তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, “পতিত আওয়ামী লীগের দোসরদের থেকে সাবধান থাকতে হবে। জনগণই শেষ পর্যন্ত সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করবে এবং ১৫ বছর পর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।”

বিএনপি নেতা আরও জানান, দলটি নির্বাচনে জোট গঠনের বিষয়টি উন্মুক্ত দৃষ্টিতে বিবেচনা করছে। “গণতান্ত্রিক ব্যবস্থায় জোট বা কোয়ালিশন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অতীতে যেমন জামায়াতের সঙ্গে জোট করেছি, ভবিষ্যতেও প্রাক বা নির্বাচনের পরবর্তী সমঝোতা হতে পারে,” বলেন তিনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G