ভারতের দায়সারা বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারতীয় প্রেস নোটে ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা বাস্তব পরিস্থিতিকে খাটো করে দেখানোর শামিল। তার ভাষায়, “এই ব্যাখ্যা আমরা গ্রহণ করি না। বিষয়টি যতটা সহজ করে বলা হয়েছে, বাস্তবে ততটা সহজ নয়।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ হাইকমিশন দিল্লির একটি কূটনৈতিক সুরক্ষিত এলাকার ভেতরে অবস্থিত। সেখানে বহিরাগত একটি দল কীভাবে প্রবেশ করল, সেটিই সবচেয়ে বড় প্রশ্ন। ভারতীয় পক্ষের দাবি অনুযায়ী ২০–২৫ জনের একটি দল সেখানে উপস্থিত ছিল—এ বিষয়ে তিনি বলেন, একটি সুরক্ষিত এলাকায় এ ধরনের প্রবেশ কোনোভাবেই স্বাভাবিক নয়।

তৌহিদ হোসেন আরও বলেন, ঘটনাটি শুধু স্লোগান বা প্রতীকী প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেখানে বিভিন্ন বক্তব্য ও হুমকিমূলক আচরণ করা হয়েছে বলে সরকার অবগত রয়েছে। হাইকমিশনারকে হত্যার হুমকির বিষয়ে সরাসরি প্রমাণ না থাকলেও এমন তথ্য শোনা গেছে বলে তিনি জানান।

তিনি বলেন, “হাইকমিশনের ভেতরে একটি পরিবার বসবাস করে। হাইকমিশনার ও তার পরিবার এই ঘটনার সময় আতঙ্কের মধ্যে পড়েছেন। নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত সীমিত—মাত্র দুজন নিরাপত্তাকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক রাষ্ট্রের বাধ্যবাধকতা। এ ঘটনায় প্রচলিত নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে বাংলাদেশের অবস্থান।

ভারতীয় পক্ষ বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভুলভাবে উপস্থাপন বলা হলেও সেই অভিযোগও নাকচ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনগুলো মূলত সঠিক তথ্যের ওপর ভিত্তি করেই এসেছে।

এই ঘটনায় বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং কূটনৈতিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানান তিনি।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G