মস্তিষ্কের গঠনে পরির্বতন আনে ধূমপান

প্রথম প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

smokingধূমপানের সঙ্গে এবার সিজোফ্রেনিয়ার সরাসরি যোগসূত্র এবং খুব অল্প বয়সেই এ ধরনের জটিল মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বলে মনে করেন গবেষকরা।

লন্ডনের কিংস কলেজের একদল গবেষক ৬১ টি গবেষণার ফল বিশ্লেষণ করে জানান, ধূমপায়ীদের মধ্যে অল্প বয়সেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা আছে। মানসিক রোগের সঙ্গে ধূমপানের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু সিজোফ্রেনিয়ায় আক্রান্তরাই বেশি ধূমপান করেন এমনটিই এতদিন মনে করা হত।

গবেষকরা ১৪,৫৫৫ জন ধূমপায়ী এবং ২৭,৩১৬২ জন সাধারণের ওপর পরীক্ষা চালান। দেখা যায়, সাইকোসিস রোগীদের ৫৭ শতাংশই ধূমপায়ী। আর যারা দৈনিক ধূমপান করেন তাদের মধ্যে সিজোফ্রেনিয়া দেখা দেওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় দ্বিগুণ বেশি।

ফলে ধূমপান অল্প বয়স থেকেই কোনও ব্যক্তিকে এ মানসিক অবস্থার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G