মাগুরায় দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২০ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

মাগুরা সদর উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ ডাকাত নিহত হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রয়ারি) রাত ১ঃ৪৫ মিনিটের দিকে উপজেলার বরুনাতৌল গ্রামের একটি মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১. মোঃ মনিরুল ইসলাম ওরফে লাভলু মণ্ডল (৪৫)পিতাঃ গফুর মন্ডল ২.মোঃ দাউদ মোল্লা (৩৮) পিতাঃ মৃত ওহাব মোল্লা।

নিহত লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া(কামারখালী) গ্রামে এবং দাউদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি উপজেলার হাটখোলারচর থেরসূতি গ্রামে।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, রাত ১ঃ৪৫ সময় বরুনাতৌল গ্রামের একটি মাঠে আন্ত- দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ দল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়। এলাকার স্থানীয় জনগনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করে সেখান থেকে দুই ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।পরে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ০৪ টি গুলির খোসা সহ দেশীয় অস্ত্রশস্ত্রসহও বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি সাইফুল ইসলাম ।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G