মাগুরা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হলেন প্রতিক্ষণ প্রতিনিধি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০২০ সময়ঃ ১১:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৯ অপরাহ্ণ

মাগুরায় সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় সভাপতি পদে ফেরদৌস রেজা আর সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন প্রতিক্ষণের মাগুরা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ আলী। মাগুরা রিপোর্টার্স ইউনিটির হলরুমে  উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, সত্য প্রকাশে নির্ভীক স্লোগানে মাগুরায় আত্মপ্রকাশ করে সাংবাদিকদের নতুন সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি। গত ১০ ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সংগঠনটি তাদের গঠনতন্ত্র সকল সদস্যের সম্মতিতে পাস করে ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। 

নির্বাহী কমিটির  সহ-সভাপতি দৈনিক জাতীয় পত্রিকা সরেজমিনের মাগুরা ব্যুরো ইনচার্জ এইচ এন কামরুল ইসলাম,  কমিটির অন্যান্য সদস্যরা হলেন  যুগ্ম সাধারণ সম্পাদক বেসিক নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক মোঃ আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক জাতীয় পত্রিকা লাখো কন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হাসান মিরাজ, কোষাধ্যক্ষ টুয়েন্টি ফোর আওয়ার বিডি এর জেলা প্রতিনিধি মো: আয়নুল ইসলাম। দপ্তর সম্পাদক যুব কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আলী আশরাফ। প্রচার সম্পাদক কোলাহল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃফারুক হোসেন।
কার্যনির্বাহী সদস্য ১. মোহাম্মদ শাহীন খন্দকার, ২. রিকো সিকদার, ৩.সজিব বিশ্বাস ৪.ইমানউদ্দিন প্রমুখ। এছাড়া আইন উপদেষ্টা হিসেবে আছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু।

 মাগুরা রিপোর্টার্স ইউনিটির হলরুমে কার্যনির্বাহী কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ ফেরদৌস রেজা।
মোঃইউনুছ আলীর সঞ্চালনায় সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য মাগুরাতে এর আগে শুধুমাত্র একটিই সাংবাদিকদের সংগঠন ছিল, নতুন এই সংগঠনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষা অনেকাংশে পূরণ হবে বলে অনেকে মনে করেন। উক্ত সভায় সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সামগ্রিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G