মায়াকে নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন

maya1ত্রাণমন্ত্রী  ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এমপি, মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

কোন কর্তৃত্ববলে মায়া এমপি ও মন্ত্রীপদে বহাল আছেন তা জানতে চেয়ে এসময় দুই সপ্তাহের রুল জারি করেন জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তবে আরেক বিচারপতি মো. আশরাফুল কামাল এ রিট আবেদন খারিজ করে দিয়ে বলেন, “নির্বাচন কমিশন ও সংসদের স্পিকার এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, ৭ জুলাই মায়ার মন্ত্রীত্ব বিষয়ে বৈধতা চ্যালেঞ্চ করে এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ইউনুছ আলী আকন্দ নিজেই। মায়ার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

১৪ জুন দুর্নীতির একটি মামলায় মায়াকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের এ রায়ের পরে মায়ার মন্ত্রীর পদে থাকা বিষয়ে দুই রকম বক্তব্য আসে। এ অবস্থায় দুর্নীতি মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর কোন কর্তৃত্ববলে মায়া এখনও মন্ত্রী ও এমপি পদে রয়েছেন, তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G