মিরপুরে আলিফ পরিবহনের বাসে গুলি, পরে অগ্নিসংযোগ
প্রতিক্ষণ ডেস্ক
রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পরে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাত ইশারায় থামানোর সংকেত দেয়। বাস থামানোর পর তারা চালক ও সহকারীকে মারধর করে নামিয়ে দেয়। আতঙ্কে যাত্রীরাও নেমে যান। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।
আলিফ পরিবহন কর্তৃপক্ষ জানায়, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন এবং বাসের কর্মীদের ওপর হামলাও চালিয়েছিলেন। গুলি ও অগ্নিসংযোগের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের ধারণা।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান বলেন, “সম্প্রতি আলিফ পরিবহন থেকে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।”
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু হয়েছে।














