‘মিরাজ হচ্ছে হার্ট অব বাংলাদেশ’-তামিম ইকবাল

প্রথম প্রকাশঃ অক্টোবর ২২, ২০২২ সময়ঃ ১০:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ অপরাহ্ণ

জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা আর ওপেনার তামিম টি২০ দলে নেই। কেন নেই? সে তর্কে নাই বা গেলাম। কারণ তাতে বিসিবির অন্দর মহলের ভেতরের কিছু বিষয় নিয়ে আলোচনা চলে আসবে। সেটা ঠিক হবে না। এটা তামিম আর বিসিবি বিষয়। কিন্তু তামিম দলে না থেকেও আছেন? হাজার হাজার মাইল দূরে বসে তামিম দলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন।
আজ তামিম ইকবাল নিজের ফেজবুক পেজে এক পোষ্টে পোষ্ট দিয়ে লিখেছেন -যদি ১℅ ‘ও সম্ভাবনা থাকে, তবে ৯৯℅ বিশ্বাস রাখো!’ মেহেদী হাসান মিরাজ যেন, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের এই উক্তি’কে পুঁজি করে কখনো বিশ্বাস হারান না! বরং তিনি হারের আগে হারা নয়, এই মন্ত্রে জেতার উদ্দ্যেশ্যে এগিয়ে চলেন দুর্বার গতিতে।’
তামিম নিজের পোষ্টে মিরাজের সঙ্গে একটি ম্যাচের ছবি উপরে লিখেছেন, ‘মিরাজ হচ্ছে হার্ট অব বাংলাদেশ’। দলের নিশ্চিত হারেও একজন খেলোয়াড় যদি জেতার স্বপ্ন দেখে, সে হলো মিরাজ। ধরুন কথার কথা-এক ওভারে প্রতিপক্ষ দলের ৫ রান দরকার এবং হাতে আছে ৬ উইকেট। ওই সময়ও মিরাজ বিশ্বাস করে, আমরা জিততে পারব।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G