ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০০!

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২২ সময়ঃ ১০:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ণ

মোট ৯০০ নতুন রোগী আজ হাসপাতালে ভর্তি হয়েছে। হিসেবটা পুরো দেশের, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ২০২২ সালে এটাই সর্বোচ্চ রোগী হাসপাতালে যাবার এক দিনের রেকর্ড। পুরো দেশে এখন মশাবাহিত এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট তিন হাজার ২২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন বেড়ে হয়েছে  ৯৯ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকাী বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরো ৯০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫২৮ জন ঢাকায় এবং ৩৭২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট তিন হাজার ২২৭ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৫১টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে দুই হাজার ১৪৮ জন। এছাড়া এক হাজার ৭৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৪৯৮ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৪৪০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ২৩ হাজার ৬১২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ২৯৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৩১৭ জন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G