যদি ৫ম দিন অবদি যায়, তাহলেই . : ডমিঙ্গো

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০২২ সময়ঃ ১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

কাল ভারতের বিপক্ষে টেষ্ট সিরিজ মাঠে গড়াবে। যদিও আজও ভারতের বিপক্ষে টেষ্টে ২টি ড্র ছাড়া কোন জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০২২ সালে ২ টেষ্টে সিরিজেও বিশেষ কিছু করে ফেলবে তেমনটা ভাবার কোন কারণ নেই।

ইতিহাস সে কথাই বলছে। ২০১৯ সালে শেষ টেষ্ট খেলেছিল ভারতের বিপক্ষে বাংলাদেশ। দুই বারই ইনিংস ব্যবধানে হেরেছে। ২০১৯ সালে শেষ টেষ্ট-টি ছিল ইডেন গার্ডেনে, তাতে হেরেছিল ৪৬ রান ও এক ইনিংসে।

তাছাড়া ২০০০ সাল থেকে ২০২২ অবদি ১৩৪টি টেষ্ট খেলে মাত্র ১৬টি জয় আর ১৮টি ড্র, সাথে ১০০ টেষ্টে হারের পর বাংলাদেশও বড় কিছুৃ প্রত্যাশা করছে না।

বাংলাদেশ দলের প্রধান রাসেল ডমিঙ্গোর কথায় তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল। প্রথম টেষ্টেরে আগে আজ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘যদি টেস্ট ৫ দিন পর্যন্ত টেনে নিতে পারে ব্যাটসম্যানরা তাহলে এই টেস্টে জয় আসতে পারে।’

কোচের কথাই যদি সত্য হয় তাহলে তো বলতেই হয়, ভারতের বিপক্ষে ২০১০ সালে চট্টগ্রামের উইকেটেই বাংলাদেশ টেষ্ট হেরেছে ১১৩ রানে। সেটাই ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের চট্টলাতে শেষ টেষ্ট। প্রায় ১৩ বছর পর নতুন করে ইতিহাস রচনা করা কতটা সম্ভব?

নিকট অতীতে টেস্টে বাংলাদেশের হতাশ করা পারফর্মেন্স হতাশার কথাই জানান দিচ্ছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G