যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: বাবার পর ৯ বছরের ছেলের মৃত্যু

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় বাবার পর এবার মারা গেল তার ছেলে তানভীর (৯)। সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে রবিবার মারা যান তানভীরের বাবা তুহিন হোসেন (৩৮)। তিনি মোতালিব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মা ইভা আক্তারের (৩০) শরীরের ৮ শতাংশ ও ছোট ভাই তাওহীদের (৭) শরীরের ১৫ শতাংশ পুড়ে যায়। তারা এখনও চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে গত ১৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে। যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে তুহিনের ভাড়া বাসায় হঠাৎ এসি বিস্ফোরণে আগুন লাগে। মুহূর্তেই ঘরজুড়ে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের চার সদস্যই দগ্ধ হন।

দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, বিস্ফোরণের সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন নেভানোর পর আহতদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G