যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১০:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ অপরাহ্ণ

বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানি করতে প্রস্তুত। এতে দুই দেশের মধ্যে শুল্কহার কমার পাশাপাশি টেকসই ও পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “আমরা এ বিষয়ে আনন্দিত। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) সম্প্রতি বাংলাদেশি রপ্তানির ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে এক নতুন মাইলফলক।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, যুক্তরাষ্ট্র থেকে তুলা ও সয়াবিনসহ কৃষিপণ্য এবং এলপিজি আমদানি বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা জোরদার, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ উদ্যোগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

খসড়া দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের স্বার্থ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ। পুরো প্রক্রিয়াটি সহজ এবং আশাব্যঞ্জক হয়ে উঠেছে।”

তিনি জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ১১ দফা শ্রম কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক শ্রমমান রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ ও স্বল্পসুদে ঋণের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।

“আমাদের নিশ্চিত করতে হবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগের দরজা বাংলাদেশে আরও প্রসারিত হয়,” বলেন প্রধান উপদেষ্টা। তিনি বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও জানান।

অন্যদিকে, ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রস্তাবের পর থেকে আলোচনার গতি বেড়েছে এবং ইতিবাচক ফল এসেছে।

তিনি আরও বলেন, “আপনারা একটি শক্তিশালী আলোচনা দল পাঠিয়েছিলেন, যারা কঠোর পরিশ্রম করে অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে।”

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G