রাজশাহীতে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ জুলাই ২২, ২০১৭ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ পূর্বাহ্ণ

রাজশাহীতে ছাত্রাবাস থেকে মনিরুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম রাজশহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ বছরের জানুয়ারিতে মনিরুল ইসলাম ছাত্রাবাসটির ৬০৪ নম্বর কক্ষে ওঠেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেচিয়ে গলায় ফাঁস দেন ওই ছাত্র। রাতে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধরে নিচ্ছে পুলিশ। তবে আত্মহত্যার কারণ অনুসন্ধান চলছে। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঐ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে ছাত্রবাসে নিজ কক্ষে প্রবেশ করেন মনিরুল। দীর্ঘ সময় তার সাড়া মেলেনি। রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পায়। রাতেই তার পরিবারের সদস্যরা এসে পৌঁছানোর পর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G