রাবির হল থেকে এইচএসসির উত্তরপত্র উদ্ধার

প্রথম প্রকাশঃ মে ২২, ২০১৭ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার প্রায় ১০০ কপি উত্তরপত্র (খাতা) উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে হলের গণরুম থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে নিয়ে যান রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে বিকেল ৩টার দিকে আমরা ঐ হলে যাই। সেখানে গণরুমের মেঝে থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে সেগুলো রাজশাহী শিক্ষাবোর্ডের কাছে হস্তান্তর করা হয়।’

তবে নির্দিষ্ট কোনও ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়নি বলে দাবি করেন তিনি।

হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ঐ উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে ঐ ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেন প্রক্টর। খবর পেয়ে সেখানে রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকারও আসেন।

এ বিষয়ে ঐ ছাত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এক বন্ধু তাকে উত্তরপত্রগুলো দিয়েছে।

সূত্র জানায়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এক শিক্ষক উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব পান। ঐ উত্তরপত্রগুলোর কোড- ২৬৮। কিন্তু তিনি উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন। ঐ ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।‌

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকার বলেন, ‘সেখানে পরিত্যক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। কিভাবে ও কার মাধ্যমে সেখানে এই উত্তরপত্রগুলো গেলো, সেটি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G