রায় মানবতাবিরোধী অপরাধে ন্যায়বিচারের দৃষ্টান্ত: ছাত্রশিবির

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথবিবৃতিতে সন্তোষ প্রকাশ করেন।

নেতারা বলেন, রায় কার্যকর হলে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধে শিক্ষা হবে। তারা পলাতক আসামিদের দেশে ফেরত এনে রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান।

ছাত্রশিবিরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অতীতের স্বৈরাচারী কার্যক্রম কোনোভাবেই টিকে থাকতে পারে না এবং ভবিষ্যতেও যারা গণতান্ত্রিক অধিকার হরণ করবে তাদেরও পরিণতি একই হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G