রিমান্ডে শওকত মাহমুদ

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shokat-mahmudরমনা থানার দায়ের করা একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক শওকত মাহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন মেজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান বেলা সোয়া ১টার দিকে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবির ইনস্পেক্টর মো. শফিকুল ইসলাম শওকত মাহমুদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তাকে আদালতে আনা ও রিমান্ড আবেদনকে ঘিরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের যথেষ্ট উপস্থিতি ছিল। বুধবার বেলা ১২টার একটু পর তাকে সিএমএম আদালতে আনা হয়।

তার বিরুদ্ধে যাত্রবাড়ী থানায় গাড়ি পোড়ানোর তিনটি মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে মামলা তিনটিতে চার্জশিট দাখিল করা হয়েছে। নতুন করে তাকে রমনা থানায় এ হত্যা মামলায় জড়ানো হলো।

মঙ্গলবার সকালে পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি মতবিনিময় সভা থেকে সাদাপোশাকে পুলিশ আটক করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G