রোববার সৌদি আরবে ঈদ

প্রকাশঃ জুন ২৫, ২০১৭ সময়ঃ ১২:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ পূর্বাহ্ণ

আগামীকাল রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ শনিবার সৌদিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। আরব নিউজ

সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরব ইউনিয়ন অব অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর জ্যোতিষী খালিদ আল জাক এক টুইটার বার্তায় রোববার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জাগো নিউজের আমিরাত প্রতিনিধি জানিয়েছেন, দেশটিতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি-আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতজুড়ে ঈদ জামাতের সময়সূচি
আবুধাবি- সকাল ৫টা ৪৮ মিনিট, দুবাই- সকাল ৬টা, শারজাহ- সকাল ৫টা ৫২ মিনিট, আজমান- সকাল ৫টা ৫১ মিনিট, ফুজাইরাহ- সকাল ৫টা ৫৪ মিনিট, উম্ম আল কোয়াইন- সকাল ৫টা ৫৬ মিনিট ও রাস আল খাইমাহ- ৫টা ৫৪ মিনিটে।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G