শাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০২৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কার্গোর আমদানি বিভাগেও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, যোগ দিচ্ছে আরও পাঁচটি ইউনিট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণে ঢাকায় সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে ঢাকাগামী দুইটি অভ্যন্তরীণ ও দুইটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে নামানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ইনসিডেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, আগুন এখন কার্গোর আমদানি বিভাগ পর্যন্ত পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে রোবট “এলইউএফ-৬০” ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে; তারা অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি নিয়ে সহায়তা করছে। আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বুশরা ইসলাম বলেন, “আগুনের ভয়াবহতার কারণে আমরা ঘটনাস্থলের কাছেও যেতে পারছি না। সব আন্তর্জাতিক ফ্লাইটকে চট্টগ্রামে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি জানান, কার্গো সেকশনে সংরক্ষিত বিদেশি আমদানির অনেক পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানিয়েছেন, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুটি চট্টগ্রাম-ঢাকা অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর একটি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক-ঢাকা রুটের এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য-ঢাকা রুটের।

বিকেল সাড়ে তিনটার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “অগ্নিকাণ্ডের প্রভাবে ঢাকায় ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।”

আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা যৌথভাবে কাজ করছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G