শিবগঞ্জ অভিযানে নিহত ৪ জঙ্গির দাফন

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর কবরস্থানে চারজনকে দাফন করে।

নিহতদের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা রফিকুল ইসলাম আবু। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্তকারী ডা. শফিকুল ইসলাম বলেন, আবুর বুকে ও পিঠে গুলির ক্ষত রয়েছে। বাকি তিনজন বিস্ফোরণে মারা গেছেন।

গত বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জেন্টু বিশ্বাসের বাড়িটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরের দিন সকাল থেকে শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এরপর বিকেলে ওই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে। উভয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে দুই দফা হ্যান্ডমাইকযোগে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থলে আরো কাজ করে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G