শিরোপা এখনো একধাপ বাকি আছে : আর্জেন্টাইন কোচ

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠবারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘শিরোপা এখনো একধাপ বাকি আছে;- ক্রোশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কথা গুলো বলেছেন । এখনই আনন্দ না করে ফাইনালের জন্য মনোনিবেশ করতে খেলোয়াড়দের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেবার পর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হুুলিয়ান  আলভারেজকে আরো দুই গোল করতে বল যোগান দিয়েছেন। বলা যায় যে মেসির জন্য পুরো আর্জেন্টিনা আজ উজ্জীবিত, সেই এলএম টেন সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

স্কালোনি বলেছেন হয়তোবা জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু এত বড় ব্যবধানে জিতবো ভাবিনি। বিশেষ করে ক্রোয়েশিয়ান শক্তিশালী মিডফিল্ডের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলেই প্রত্যাশা ছিল। স্কালোনি বলেন, ‘প্রথমদিকে তারা ঠিকই বারবার পজিশন নিচ্ছিল। কিন্তু আমরা জানতাম এই মুহূর্তে কি করতে হবে। তাদের দলে তিনজন শীর্ষসারির মিডফিল্ডার রয়েছে যারা অনেক বছর যাবত একসাথে জাতীয় দলে খেলছে। একে অন্যের মধ্যে বোঝাপড়াটা দারুন। আমরা জানতাম ম্যাচের আবহ কিভাবে এগিয়ে যাবে। কিন্তু ঐ পেনাল্টিটি আমাদের দরজা উন্মুক্ত করে দেয়।’

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাল বেশীরভাগ দর্শকই ছিল আকাশী-নীল জার্সিধারীর সমর্থক। প্রতিটি গোলের পরই সমর্থকদের সাথে তা দারুণভাবে উদযাপন করেছে মেসি বাহিনী। স্কালোনি বলেন, ‘আমরা উদযাপন করেছি কারন আমরা ফাইনালে গেছি। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি, একধাপ বাকি রয়েছে। উদযাপনের সময় আপাতত  শেষ। এখন আমাদের পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে।’

৪৪ বছর বয়সী স্কালোনি এখন মাত্র ১৮ মাস আগে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর আরো একটি বড় শিরোপার সামনে দাঁড়িয়ে আছেন। এনিয়ে ষষ্ঠবারের মত বিশ^কাপে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। কিন্তু অতীতের কোচ সিজার লুইস মেনোত্তি, কার্লোস বিলারডো ও আলেহান্দ্রো সাবেলাদের সাথে নিজের তুলনা করতে চাননা স্কালোনি, ‘আমি অন্য কারো সাথেই নিজের তুলনা করবো না। ফাইনালে যাওয়াটা আমাকে গর্বিত করেছে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে বিশেষ কিছু। কিন্তু আমি তাদের সাথে একই কাতারে নিজেকে দাঁড় করাতে চাইনা।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G