সংসদ নির্বাচন করতে চান নায়িকা মাহি

প্রথম প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক

ঢাকাইয়া চলচ্চিত্রের পরিচিত একটি নাম মাহি। রঙ্গিন পর্দা আলোকিত করার সঙ্গে সঙ্গে প্রথমবার মা হতে চলেছেন এই ঢাকাই নায়িকা। জনপ্রিয় এই অভিনেত্রী এবার দেশের রাজনীতিতে যোগ দেবার ঘোষণা দিলেন। সাম্প্রতি মাহিয়া মাহির একটি সাক্ষাৎকারে উঠেছে এসে তাঁর সংসদ সদস্য হবার ইচ্ছে।

যেহেতু মা হতে চলেছেন, তাই সুস্থ থাকাটা জরুরী। মাহির শারীরিক পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও স্বাভাবিক আছি। আর কিছুদিন পর পুরোপুরি বিশ্রামে যেতে হবে। তাই যে ছবিগুলোর শুটিং বাকি ছিল সেগুলোর শুটিং দ্রুত শেষ করতে হচ্ছে। বেশ সাবধানতা অবলম্বন করেই শুটিং করছি।’

মা হওয়া প্রসঙ্গে বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পর যত্নআত্তি যেমন বেড়েছে। সবাই বাড়তি কেয়ার নিচ্ছে। চোখে চোখে রাখছে। সব কিছুই আলাদা লাগছে। তবে আমি আমার মতোই আছি। ঘুরছি, কাজ করছি, সবার সঙ্গে আনন্দ করছি। নিজের মানসিক পরিবর্তনও লক্ষ করছি। হুটহাট মুড সুইয়িং করছে। এই রেগে যাচ্ছি, এই তো হাশিখুশি থাকছি।’

মাহি প্রথমবার মা হবেন, এর সঙ্গে যোগ হয়েছে রাজনীতির নতুন দায়িত্ব। কিন্তু রাজনীতিকে বড় কোন বোঝা হিসেবে দেখছেন না মাহি। তার ভাষায়, ‘বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটা পড়ি। তাকে নিয়ে বইগুলো পড়ার পরই আমার বিশ্বাসের জায়গা অনেক দৃঢ় হয়। একটা মানুষ সব কিছুকে ইগনোর করে দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন! এই উপলব্ধি থেকেই তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও জানি। নিজ দলের বাইরে অন্য দলের তথা দেশের সব মানুষের পাশে তার দাঁড়ানো, আমাকে মুগ্ধ করে।’

তিনি আরো বলেন, ‘সবে তো শুরু— এখানে অনেক জানাশোনার ব্যাপার আছে। ভালোভাবে রাজনীতির পাঠোদ্ধার করে একটু বয়স বাড়লে তারপর। তবে আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। তার মতো করে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই। জনগণ চাইলে এমপি নির্বাচন করব’।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G