স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, বিয়ে করে নতুন বউ আনলেন হেলিকপ্টারে
প্রতিক্ষণ ডেস্ক
স্ত্রী দুই সন্তান, নয় ভরি স্বর্ণ ও ৬ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামের কামাল হোসেন (৩৯) । তবে জীবনের দুঃসময় পেরিয়ে তিনি নতুন করে ঘর বাঁধলেন নূপুর আক্তারের সঙ্গে। বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূকে হেলিকপ্টারে বাড়ি আনেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে কাঠাদিয়া গ্রামে দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য। গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ।
পরিবার সূত্রে জানা গেছে, কামাল হোসেন পেশায় একজন বেসরকারি সার্ভেয়ার ও জমির ব্যবসায়ী। দশ বছর আগে তাঁর প্রথম বিয়ে হয়। সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে—বয়স যথাক্রমে আট ও দুই বছর। তবে কিছুদিন আগে মুন্সিগঞ্জ শহরের এক বিবাহিত ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্ত্রী। গত ১০ আগস্ট তিনি সংসার ছেড়ে চলে যান এবং পরে তালাক দেন।
এই সময়ে কামালের পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার (২৪) । শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে কামালের বাড়িতে আসেন নববধূ। বিয়ের আয়োজনে অংশ নিতে দুই মেয়েকেও বাড়িতে আনেন কামাল।
কামাল হোসেন বলেন, “একসময় মনে হয়েছিল জীবন শেষ করে দেব। ঠিক তখন নূপুর ও তাঁর পরিবার ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ান। তাই দ্বিতীয়বার বিয়েতে রাজি হই। প্রথম স্ত্রী পালানোর আগে ভেবেছিলাম বিবাহবার্ষিকীতে হেলিকপ্টারে ঘুরব। সে যেহেতু চলে গেছে, নূপুর সব জানার পরও বিয়েতে রাজি হয়েছে। তার মানসিকতাকে সম্মান জানাতেই হেলিকপ্টারে করে এনেছি।”
নববধূ নূপুর আক্তার বলেন, “সবকিছু জেনেশুনে আমি খুশি মনে বিয়েতে রাজি হয়েছি। আমার পরিবারও এ সিদ্ধান্তকে সমর্থন করেছে।”
নূপুরের মামা রিমন দেওয়ান জানান,“কামালকে আমরা ছোট থেকে চিনি। তিনি ভালো মানুষ। তাই নূপুরকে তাঁর হাতে তুলে দিয়েছি। গ্রামবাসীও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন।”












