হাদিকে নিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার এর ট্রিটমেন্ট দেখে কি বুঝলেন?

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০২৫ সময়ঃ ৮:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

রাকিব হাসান:

হাদির কোনো “স্বাভাবিক মৃত্যু” হয়নি। মাথায় গুলি করে তাঁকে হত্যা করা হয়েছে—এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। অথচ শিরোনামে তারা লিখছে, “হাদি মারা গেছেন”—কীভাবে মারা গেলেন, কারা, কেন, কোন প্রেক্ষাপটে—এই সত্যটা পাশ কাটিয়ে এমন দায়সারা, নির্লজ্জ হেডলাইন! এগুলো আসলে কাকে খুশি করতে লেখা? “দাদাদের” খুশি করতে—এই সন্দেহটা তাই আরও গাঢ় হয়। এই কারণেই অনেকেই ব্যঙ্গ করে তাদের “প্রথমালু” আর “দিল্লি স্টার” বলে—এবার কি বুঝতে পারছেন কেন বলে?
আমি ভাঙচুরের পক্ষে নই। কিন্তু বোকামিও হয়েছে—কারণ মাঠে যেসব সাংবাদিক কাজ করে, তারা শুধু এডিটোরিয়াল পলিসি অনুসরণ করে; সিদ্ধান্ত আসে ওপর থেকে। দরকার ছিল ওই সিদ্ধান্ত গ্রহণকারী দুজন—সম্পাদক মতিউর রহমান ও মাহফুজুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ১/১১–এর এই হোতাদের বিরুদ্ধে ৫ আগস্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তখন তারা বাধ্য হতো নিজেদের ভারতের গোলামির মানসিকতা থেকে বেরিয়ে এসে জুলাইকে ধারণ না করলেও অন্তত বিপক্ষে না থাকতে। এ ধরনের শিরোনাম লেখার সাহসও পেত না।
ইসলামের অবমাননা করে প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বায়তুল মোকাররমের খতিবের কাছে তওবা করেছিলেন ১০/১৫ বছর আগে। সব পত্রিকায় বড় করে ছবি এসেছিল। তিনি তাঁর সেই নাকে খত দেওয়ার কথা ভুলে গেছেন! যারা এখন সুশীলগিরি দেখাচ্ছেন, তাদের মনে থাকার কথা। এখন আপনাদের মায়াকান্না হচ্ছে?
যখন ইসলামী টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন দৈনিক সংগ্রামের সম্পাদককে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল, যখন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে আদালতের চত্বরে প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত করা হয়েছিল, যখন আমার দেশ পত্রিকার অফিসে ভাঙচুর করা হয়েছিল, সাংবাদিকদের মারধর করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল—তখন কোথায় ছিল আপনাদের এই সুশীলগিরি?
আরেকটা বিষয় ভাবুন—আপনাদের এই দুই সম্পাদকের পক্ষ থেকে তখন কি কোনো বিবৃতি, কোনো প্রতিবাদ, কোনো ধরনের নিউজ এসেছিল? আসেনি। কেন আসেনি? তারা এডিটর্স গিল্ডের নেতা ছিলেন। কেন তারা প্রতিবাদ করেননি?
এখন যখন তাঁদের ওপর আক্রমণ হচ্ছে, তখন আপনারা সুশীলগিরি ফলাচ্ছেন। কিন্তু সেই সময় এই সুশীলরা কী করেছিলেন? কোথায় ছিল তাঁদের ন্যায়বোধ?
কেন মানুষ তাদের ঘৃণা করে—ভালো করে ভেবে দেখে তারপর সুশীলগিরি ফলাবেন। উদাহরন হিসেবে আজকের শিরোনামই যথেষ্ট।
আর অতি উৎসাহী যারা ভাঙচুর করেছেন, আপনারা কোন দলের? হাদি যে ইনসাফের সমাজ চেয়েছিল, তার সাথে এসব হুজুগ যায় না।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G