হাদি হত্যা: আবারও শাহবাগ অবরোধ

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০২৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নিলে সেখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি—লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন।

অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। প্রয়োজনে সেখানেই রাত কাটানোর ঘোষণাও দেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G